ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ঐতিহ্যবাহী গ্রাম গঞ্জের মাটির তৈরি রাস্তা 

মুরাদ খান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১১:৫৬, ২ জুলাই ২০২৫

ঐতিহ্যবাহী গ্রাম গঞ্জের মাটির তৈরি রাস্তা 

ছবি: দৈনিক জনকণ্ঠ

শৈশবের দুরন্ত ছোটাছুটি, এবং তিন চাকার ভেডিং এর গাড়ি চালানো এবং সাইকেল চালানো শেখা আমাদের এই রাস্তাটি। উঁচু নিচু রাস্তা, বৃষ্টি হলেই কাদামাটি হয়।  রৌদ্রে ধুলার ছোটাছুটি, সৌন্দর্য কোথায় খুঁজে পাওয়া যাবে নাকো, শুধু এই সৌন্দর্যের দেখা মিলবে গ্রামের মাটির রাস্তা কে ঘিরে। 

গ্রামের মাটির রাস্তা দিয়ে   গরুর গাড়ী, ভ্যান রিক্সা সাইকেল চলাচল করে। গ্রামের মানুষের সাথে এই রাস্তার গভীর মিতালী। রাস্তা গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সুন্দর করে তুলেছ। যেকোনো দিক দিগান্তে মানুষ চলাচল করতে পারে এই রাস্তার মাধ্যমে, মাটির রাস্তা কি কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট বাচ্চারা তাদের যাতায়াতের জন্য এই রাস্তা দিয়ে স্কুলে যায়।

আধুনিকতার ছোঁয়ায় এখন গ্রামের কাঁচা মাটির রাস্তা দেখাই যায় না, ইট পাথরের তৈরি পাকা রাস্তায় হারিয়ে গিয়েছে এসব মাটির রাস্তা । গ্রামে যাদের জন্ম তারা এই রাস্তার সাথে গভীরভাবে সম্পর্ক তাদেরই থাকে।
 

নোভা

×