
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩.৫ মিলিয়ন শিক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়। তাই উচ্চ স্কোর পেতে চাইলে প্রস্তুতি নিতে হয় সঠিকভাবে। এ কাজে চ্যাটজিপিটি হতে পারে আপনার সেরা সহায়ক। নিচে দেওয়া হলো আইইএলটিএস প্রস্তুতিতে চ্যাটজিপিটিকে ব্যবহার করার ১১টি কার্যকর টিপস:
১. ব্যক্তিগত পড়ার পরিকল্পনা তৈরি করুন
চ্যাটজিপিটির সাহায্যে আপনার দুর্বলতা ও শক্তি অনুযায়ী নিজস্ব স্টাডি প্ল্যান তৈরি করুন। নিয়মিত অগ্রগতি অনুযায়ী প্ল্যান হালনাগাদ করুন।
২. শব্দভান্ডার সমৃদ্ধ করুন
চ্যাটজিপটি দিয়ে প্রতিদিন নতুন শব্দ, সমার্থক শব্দ ও উদাহরণ বাক্য শিখুন। প্রতিদিন ৫-১০টি নতুন শব্দ শেখার লক্ষ্য নির্ধারণ করুন।
৩. ব্যাকরণ শিখুন ও ভুল ধরুন
নিজের লেখা বা বাক্য চ্যাটজিপিটিকে দেখান এবং ভুলগুলো শিখে নিন। এতে ব্যাকরণে দক্ষতা বাড়বে।
৪. রিডিং দক্ষতা বাড়ান
চ্যাটজিপটি দিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক প্যাসেজ ও প্রশ্ন তৈরি করুন। সময় বেঁধে অনুশীলন করে রিডিং স্পিড ও বোঝার ক্ষমতা বাড়ান।
৫. লিসেনিং দক্ষতা শানিত করুন
চ্যাটজিপটির তৈরি করা টেক্সটকে টেক্সট-টু-স্পিচ টুল দিয়ে অডিওতে রূপান্তর করুন। বিভিন্ন অ্যাকসেন্ট ও স্পিডে শুনুন, এতে লিসেনিং পারফরম্যান্স উন্নত হবে।
৬. স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ান
চ্যাটজিপটির সঙ্গে নিয়মিত কথোপকথন করুন। এতে উচ্চারণ, বাক্যগঠন ও আত্মবিশ্বাস বাড়বে। কথোপকথন রেকর্ড করে শুনুন।
৭. রাইটিংয়ে ফিডব্যাক নিন
নিয়মিত রচনা বা সামারি লিখে চ্যাটজিপিটির কাছে ফিডব্যাক নিন। এতে লেখা আরও উন্নত হবে।
৮. প্যারাফ্রেজিং অনুশীলন করুন
চ্যাটজিপটির সাহায্যে বাক্য বা অনুচ্ছেদ নতুনভাবে লিখতে শিখুন। নিজে লিখে চ্যাটজিপিটির সঙ্গে মিলিয়ে দেখুন।
৯. মক টেস্ট দিন
চ্যাটজিপটি দিয়ে আইইএলটিএসের চারটি সেকশনের জন্য মক টেস্ট তৈরি করে সময় ধরে অনুশীলন করুন।
১০. রচনায় গঠনগত দক্ষতা বাড়ান
চ্যাটজিপটির সাহায্যে রচনার আউটলাইন তৈরি করুন ও যুক্তি সাজান। লেখার পর ফিডব্যাক নিন।
১১. মনোবল বাড়ান
চ্যাটজিপটির মাধ্যমে পড়াশোনার টিপস, মোটিভেশন ও পেপ টক নিন। এতে মনোবল অটুট থাকবে।
চ্যাটজিপিটি আপনার আইইএলটিএস প্রস্তুতিতে শক্তিশালী সঙ্গী। এটি দিয়ে স্টাডি প্ল্যান থেকে শুরু করে রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং—সব ক্ষেত্রেই দক্ষতা বাড়ানো সম্ভব। ফলাফলও মিলবে দ্রুত।
আবির