
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হলে জাপানের রপ্তানি পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা জাপানের সঙ্গে বহু লেনদেন করেছি। তবে আমি নিশ্চিত না যে, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি। আমার যথেষ্ট সন্দেহ আছে।”
এর আগে, ২ এপ্রিল ট্রাম্প তার ঘোষিত ‘লিবারেশন ডে’-র অংশ হিসেবে জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা পরবর্তীতে অন্যান্য বাণিজ্য অংশীদারদের মতো জাপানের ক্ষেত্রেও ৯০ দিনের জন্য কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়। ওই সময়টি ৯ জুলাই শেষ হচ্ছে এবং ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনায় নেই।
জাপানের রপ্তানি পণ্যের মধ্যে যানবাহন ও যন্ত্রাংশে বর্তমানে ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ রয়েছে। নতুন করে এই হার ৩৫ শতাংশে উন্নীত হলে তা জাপানি অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্পের মন্তব্যের পরেও জাপান সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদিও দেশটির প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, “আমরা এমন কোনো চুক্তি করব না যা আমাদের কৃষকদের স্বার্থের পরিপন্থী।”
নুসরাত