ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কফি খাচ্ছিলাম, চিল করছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই

প্রকাশিত: ১২:০৩, ৩ জুলাই ২০২৫

কফি খাচ্ছিলাম, চিল করছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। অথচ ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। কিন্তু হঠাৎ করেই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ।

৯৯ রানে নাজমুল হোসেন শান্ত রান আউট হলে শুরু হয় বিপর্যয়। মাত্র ৫ রানের ব্যবধানে পড়ে যায় আরও ৭টি উইকেট। ১০৫ রানে ৮ উইকেট হারানো অবস্থায় দলের ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ ছিল না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ক্রিকেটের অনিশ্চয়তা আজ আবারও চোখে পড়ল। আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখি একের পর এক উইকেট পড়ে যাচ্ছে! এটা কেউই কল্পনা করেনি। তবে আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়াতে। ভুল থেকে শিখছি, কিন্তু আজকের হারটা সত্যিই কষ্টের।’

তিনি আরও বলেন, ‘এক ওভারে দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ায় কিছুটা প্যানিক তৈরি হয়েছিল। সেখান থেকেই চাপ বাড়ে, এবং পরের ব্যাটাররা দ্রুত ফিরে যায়। আমরা এতটা দুর্বল দল না যে, এভাবে ভেঙে পড়ব।’

তাসকিন জানালেন, হতাশার মাঝেও দল আশাবাদী। ‘সবারই সামর্থ্য আছে। আজকের ব্যাটিং ধসই হারের মূল কারণ। আমরা কঠোর পরিশ্রম করছি। ইনশাআল্লাহ, সামনে ভালো কিছু আসবে। কারণ স্বপ্ন না দেখলে সামনে এগোনো যায় না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

এই হারের ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দলের প্রত্যাশা, ৫ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে ঘুচিয়ে দেবে প্রথম ম্যাচের হতাশা।

শিহাব

×