
ছবি: সংগৃহীত।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার জেরে দায়ের হওয়া হত্যা মামলা সহ একাধিক অপরাধমূলক অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে গোপন গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় তিনি লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নুসরাত