
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর একটি আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এই আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং দাবি বাস্তবায়নের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মিনহাজ। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ান মোর্শেদউর রহমান।
প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশলী অধিকার সচেতনতা ছড়িয়ে দিতে এবং জাতীয় পর্যায়ে প্রকৌশলীদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, প্রকৌশলী অধিকার আন্দোলন দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মিমিয়া