ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হেলেন জেরিন খান

আজকে জামায়াতে ইসলাম মানে এনসিপি, এনসিপি মানে জামায়াতে ইসলাম

প্রকাশিত: ১২:০২, ২ জুলাই ২০২৫

আজকে জামায়াতে ইসলাম মানে এনসিপি, এনসিপি মানে জামায়াতে ইসলাম

আজকে জামায়াতে ইসলাম মানে এনসিপি, এনসিপি মানে জামায়াতে ইসলাম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এমন আলোচনায় অংশ নেয়া এনসিপির এক নেতাকে উদ্দেশ্য করে হেলেন জেরিন খান বলেন, আজ থেকে একবছর আগে কোনো ছাত্রলীগের নেতা কিংবা আওয়ামী লীগের নেতা এসে যেভাবে কথা বলতো তিনিও ঠিক এভাবে কথা বলছেন।

তিনি আরও বলেন, আমরা সংস্কার প্রস্তাব ২০১৬ সালে দিয়েছিলাম। তখন আমাদের সাথে এলাইস ছিল জামায়াত ইসলাম। আমরা যে ৩১ দফা দিয়েছিলাম তখন তো তারা কিছু বলে নাই। বরং, জামায়াত ইসলামের সুপারিশে এই ৩১ দফার কিছু দফা নিয়ে আসা হয়েছে।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=3990452427862324&rdid=gku9lINUdYYuAzBJ

শিহাব

×