ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দিরাইয়ে ৯ ইউনিয়নে, বিএনপির নেতৃত্বে আসতে চায় ১৬০জন

মোঃ আয়মান মিয়া,দিরাই, সুনামগঞ্জ

প্রকাশিত: ২২:৩০, ২ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৮, ২ জুলাই ২০২৫

দিরাইয়ে ৯ ইউনিয়নে, বিএনপির নেতৃত্বে আসতে চায় ১৬০জন

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে দীর্ঘ একমাস যাবত বিএনপির কর্মীসভা করে  ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে গতকাল। ইউনিয়ন কমিটিতে পদ পেতে বিপুল পরিমান আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে উপজেলার ৯ টি ইউনিয়নে ১৬০ জন নেতা আবেদন করেছেন। 

 

 

গত ২৯ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলা এ প্রক্রিয়ায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেন পদপ্রত্যাশীরা। 

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ চৌধুরী এবং পংকজ দাসের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন আগ্রহী নেতারা। দুই পদে ৯ ইউনিয়নে ১৮ জন পদ পাবেন। 

জানা গেছে, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে রাজানগর ইউনিয়নে ৩৫ জন, করিমপুর ইউনিয়নে ২৫ জন, জগদল ইউনিয়নে ১৮ জন, তাড়ল ইউনিয়নে ১৬ জন, ভাটিপাড়া ইউনিয়নে ১৫ জন, চরনারচর ইউনিয়নে ১৪ জন, সরমঙ্গল ইউনিয়নে ১৪ জন, রফিনগর ইউনিয়নে ১৩ জন এবং কুলঞ্জ ইউনিয়নে ১০ জন পদপ্রত্যাশী নেতা আবেদন করেছেন।

 

 

দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মোঃ নাবিল চৌধুরী বলেন, “প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক, একজন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্য নিয়ে ১১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হবে। 

আবেদন যাচাই-বাছাই শেষে আমরা শিঘ্রই কমিটি ঘোষণা করবো। ইউনিয়ন কমিটি ভোটের মাধ্যমে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করবে।” উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন বলেন দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নে দীর্ঘ একমাস আমরা কর্মী সভা সফলভাবে সম্পন্ন করেছি এবং প্রতিটি ইউনিয়নে ফরম বিতরণ শেষ হয়েছে গতকাল। 

উপজেলা আহ্বায়ক কমিটির সভা ডেকে শীঘ্রই যাচাই বাচাই করে একটি সুন্দর কমিটি উপহার দিতে পারব বলে আমি আশাবাদী। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঈণ উদ্দিন চৌধুরী মাসুক বলেন  উপজেলার ৯ টি ইউনিয়নে কর্মী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৯টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে স্হান দেওয়ার জন্য আমরা যাচাবাচাই করতে যে সময় লাগবে তারপর ৯ টি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।

ছামিয়া

×