
ছবি: জনকণ্ঠ
করোনা ভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্ট সংক্রমণের বৃদ্ধিতে কিশোরগঞ্জে সতর্কতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পলক কুমার দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ‘কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সবুজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিউল আলম শফিক, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উবায়দুল হক, সিনিয়র নার্সিং কর্মকর্তা উজ্জ্বল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই কর্মশালাটি অত্যন্ত যুগোপযোগী। কারণ, ২০২০ সালে সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটির পুনরাবৃত্তি আমরা চাই না। এ জন্য প্রয়োজন একমাত্র সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। পাশাপাশি এখন ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা জরুরি। কর্মশালায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ নার্স, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালার আয়োজক ‘উত্তরণ সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান এবং এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শহীদ