ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

 ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

প্রকাশিত: ১৬:৫১, ১ জুলাই ২০২৫

 ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

 ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পাকিস্তানে ফের বেড়েছে পেট্রোল এবং হাইস্পিড ডিজেলের দাম। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৮ দশমিক ৩৬ রুপি এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেলের দাম ১০ দশমিক ৩৯ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

দাম বৃদ্ধির ফলে আজ ১ জুলাই থেকে পাকিস্তানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৬৬ দশমিক ৭৯ রুপিতে এবং প্রতি লিটার হাইস্পিড ডিজেল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ৯৮ রুপিতে।

এর আগে সর্বশেষ ১৬ জুন পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল পাকিস্তানে। পেট্রোলের দাম বেড়েছিল ৪ দশমিক ৮০ রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম বেড়েছিল ৭ দশমিক ৯৫ রুপি।

সূত্র : জিও নিউজ

তাসমিম

×