ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টিকটক কিনতে আগ্রহী ‘ধনকুবের দের দল’ খুঁজে পেয়েছেন ট্রাম্প

প্রকাশিত: ২১:১৯, ১ জুলাই ২০২৫

টিকটক কিনতে আগ্রহী ‘ধনকুবের দের দল’ খুঁজে পেয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়া ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক কিনতে আগ্রহী "অত্যন্ত ধনী ব্যক্তিদের" একটি দল তিনি খুঁজে পেয়েছেন।

Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,

“আমি আপনাদের দুই সপ্তাহের মধ্যে জানাব কে এটি কিনছে।”

টিকটক বিক্রি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হবে। তবে ট্রাম্প মনে করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং "সম্ভবত সম্মতি দেবেন"।

পটভূমি:

  • গত বছর মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে টিকটকের মূল কোম্পানি ByteDance-কে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বিক্রি করে দিতে বলা হয়।

  • যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা আশঙ্কা করেন, টিকটক চীনা সরকারের কাছে মার্কিন ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে পারে — যদিও টিকটক এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

  • চলতি মাসেই তৃতীয়বারের মতো আইনটির বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। এখন ১৭ সেপ্টেম্বরের মধ্যে বিক্রির চূড়ান্ত চুক্তি করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:

  • এপ্রিল মাসে একটি সম্ভাব্য বিক্রয়চুক্তি চীনের সঙ্গে ট্রাম্পের শুল্ক-সংক্রান্ত বিরোধে ভেস্তে যায়।

  • ট্রাম্পের দাবি করা বর্তমান ক্রেতা দল আগে আলোচনায় আসা দলের সঙ্গে একই কিনা, তা স্পষ্ট নয়।

  • টিকটক এই আইনকে অসংবিধানিক বলে চ্যালেঞ্জ জানালেও মার্কিন সুপ্রিম কোর্টে হেরে যায়।

বিশ্লেষণ:

প্রথম মেয়াদে ট্রাম্প টিকটকের প্রবল সমালোচক ছিলেন, কিন্তু ২০২৪ সালের নির্বাচনে এটি তার প্রচারণায় ভূমিকা রেখেছে বলে তিনি এখন এর ব্যবহার সমর্থন করছেন।

তবে আইনের প্রয়োগ বারবার পিছিয়ে দিয়ে ট্রাম্প কংগ্রেসের সিদ্ধান্তকে অবজ্ঞা করছেন, এমন অভিযোগও উঠছে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ কি সত্যিই নির্ভর করছে ট্রাম্পের কথিত "দুই সপ্তাহের মধ্যে" পাওয়া কোনো গোপনীয় চুক্তির ওপর?

Jahan

আরো পড়ুন  

×