ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজায় নতুন ইসরায়েলি হামলা, নিহত আরও ৫১ ফিলিস্তিনি

প্রকাশিত: ২১:২৪, ১ জুলাই ২০২৫

গাজায় নতুন ইসরায়েলি হামলা, নিহত আরও ৫১ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে চালানো বিমান ও স্থল হামলায় আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া এ হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ১১৬টি মরদেহ এবং ৪৬৩ জন আহত ফিলিস্তিনি গ্রহণ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ঘোষিত অস্ত্রবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩১৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২২ হাজার ৬৪ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ৫৬ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১০৫ জন।

ইসরায়েলি বাহিনীর হামলা এখনো অব্যাহত রয়েছে। মানবিক সহায়তার পথ বন্ধ থাকায় আহতদের চিকিৎসা, খাদ্য ও পানির সংকট ক্রমেই মারাত্মক রূপ নিচ্ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

মিমিয়া

আরো পড়ুন  

×