ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বীরভূমের আদর্শ গ্রাম যেন এক নতুন জগৎ, যে গ্রামে রান্না করেন মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১ জুলাই ২০২৫

বীরভূমের আদর্শ গ্রাম যেন এক নতুন জগৎ, যে গ্রামে রান্না করেন মমতা

ছবি: সংগৃহীত

বীরভূমে অবস্থিত ৫১ সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ রয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই সতীপীঠ দর্শনে। বীরভূমে অবস্থিত তারাপীঠ মা তারার মন্দির, যেখানে হাজার হাজার পর্যটকের সমাগম হয়।

বীরভূম এই নামের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। এটি মূলত লাল মাটির জেলা। এই জেলার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। বীরভূমে অবস্থিত ৫১ সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ প্রতিদিনই হাজারো ভক্ত ও পর্যটককে আকৃষ্ট করে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তারাপীঠের মা তারার মন্দির।

এছাড়াও বীরভূমের অন্যতম দর্শনীয় স্থান হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর শান্তিনিকেতন। কবিগুরুর সঙ্গে জড়িয়ে আছে শান্তিনিকেতনের বহু অজানা কাহিনী। এই এলাকার মূল আকর্ষণ সোনাঝুরির হাট, যেখানে প্রতি সপ্তাহের শনি ও রবিবার অনুষ্ঠিত হয় জমজমাট মেলা।

বীরভূমের আরেকটি বিশেষ স্থান হলো ‘আদর্শ গ্রাম’। এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন। চারপাশে সবুজ গাছপালা, আর মাটির ঘরে আঁকা-বাঁকা কারুকার্য মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।

তবে প্রশ্ন জাগতেই পারে। এই আদর্শ গ্রামের আসল নাম কী? এর আসল নাম হলো ‘বল্লভপুর ডাঙ্গা’। খাতায়-কলমে এটি ‘বল্লভপুর’ নামেই পরিচিত। তবে বিগত কয়েক বছর ধরে এটি ‘আদর্শ গ্রাম’ নামে পরিচিতি লাভ করেছে। কেন এই নামকরণ, সেটিই এখন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
 

শহীদ

আরো পড়ুন  

×