ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ইঙ্গিত ট্রাম্পের: রিপাবলিকান বিল ঘিরে ট্রাম্প-এলন দ্বন্দ্বে নতুন উত্তাপ

প্রকাশিত: ২২:২৩, ১ জুলাই ২০২৫; আপডেট: ২২:২৩, ১ জুলাই ২০২৫

এলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ইঙ্গিত ট্রাম্পের: রিপাবলিকান বিল ঘিরে ট্রাম্প-এলন দ্বন্দ্বে নতুন উত্তাপ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্কের মধ্যে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি ‘দেখে নিতে’ পারেন।একজন প্রতিবেদকের প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি জানি না। আমাদের বিষয়টি খতিয়ে দেখতে হবে।”

টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী মাস্ক সম্প্রতি রিপাবলিকানদের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত ব্যাপক কর-কাটছাঁট ও সরকারি ব্যয়ের বিলের তীব্র সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কংগ্রেস এ বিল পাস করলে তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবেন।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায়, তা পর্যালোচনার জন্য ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)’ কে দায়িত্ব দেওয়া যেতে পারে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমাদের হয়তো এলনের পেছনে DOGE ছেড়ে দিতে হতে পারে। জানো DOGE কী? DOGE হচ্ছে সেই দানব, যেটা ফিরে গিয়ে এলনকে খেয়ে ফেলতে পারে।”

ট্রাম্প আরও বলেন, মাস্ক ‘খুব বিরক্ত’ কারণ তিনি বৈদ্যুতিক যানবাহনের সরকারি ম্যান্ডেট হারিয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, “এলন এর চেয়েও আরও অনেক কিছু হারাতে পারেন।”

মাস্ক ও ট্রাম্পের সম্পর্ক এক সময় পারস্পরিক সমর্থন ও সহযোগিতায় গড়া হলেও, গত মে মাসের শেষ দিকে বিল নিয়ে মাস্ক প্রকাশ্যে সমালোচনা শুরু করার পর তা রূপ নেয় এক তিক্ত বিরোধে।

গত মাসে মাস্ক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) অনুসারীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “আমেরিকায় এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি এসে গেছে, যারা মধ্যমপন্থী ৮০ শতাংশ মানুষকে সত্যিকারভাবে প্রতিনিধিত্ব করবে?” পরে তিনি এক অনুসারীর প্রস্তাবকে সমর্থন দেন, যেখানে দলের নাম দেওয়া হয় “আমেরিকা পার্টি”। এই নামটি তাঁর প্রতিষ্ঠিত “আমেরিকা পিএসি”-র (Political Action Committee) সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেটি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পসহ অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের পেছনে ২৩৯ মিলিয়ন ডলার ব্যয় করেছিল।


ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের মুখোমুখি অবস্থান মার্কিন রাজনীতির একটি নতুন মাত্রা উন্মোচন করেছে। একদিকে রিপাবলিকান দলকে ঘিরে বিতর্কিত বিল, অন্যদিকে মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। আর মাস্ককে বহিষ্কারের সম্ভাব্য ইঙ্গিত, সেটিকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক ও আলোচনার ঢেউ।

 


সূত্র:https://tinyurl.com/4eyk4kmr

আফরোজা

আরো পড়ুন  

×