
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অবরোধের ফলে হাজার হাজার নবজাতক শিশু এখন চরম খাদ্যসংকটে ভুগছে। চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, শিশুখাদ্য—বিশেষ করে বেবি ফর্মুলা—সম্পূর্ণরূপে ফুরিয়ে আসছে। এতে করে গাজার হাজার হাজার শিশু অনাহারে মৃত্যুর মুখে পড়তে পারে।
গাজার একটি প্রধান শিশু হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ হামদান বলেন, “প্রতিদিন আমরা মায়েদের কাছ থেকে সাহায্যের আহ্বান শুনছি—তাঁদের শিশুরা দুধ পাচ্ছে না, ক্ষুধায় কাঁদছে। অথচ আমাদের হাত একেবারেই খালি।”
চিকিৎসা সহায়তা ও মানবিক সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ এক মাসেরও বেশি সময় ধরে শিশুখাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী ত্রাণবাহী ট্রাকগুলোর প্রবেশ বন্ধ করে রেখেছে।
একই দিনে গাজায় ইসরায়েলি যুদ্ধবিমান একটি ইন্টারনেট ক্যাফেতে বোমা হামলা চালায়, যেখানে একটি শিশুর জন্মদিন পালিত হচ্ছিল। এই হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ইয়াহিয়া শরীফ নামের ওই ব্যক্তি বলেন, “আমরা ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করেছি। এই জায়গার সঙ্গে কোনো রাজনৈতিক বা সামরিক সংযুক্তি ছিল না—এটা নির্দোষ একটি স্থান। এটি মানুষের ভরে গিয়েছিল, একটি জন্মদিনের অনুষ্ঠানে শিশুরাও উপস্থিত ছিল।”
সানজানা