ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ক্যাফেতে ইসরায়েলি হামলা: জন্মদিনের অনুষ্ঠান পরিণত হলো মৃত্যুকূপে

প্রকাশিত: ২১:৪৫, ১ জুলাই ২০২৫

ক্যাফেতে ইসরায়েলি হামলা: জন্মদিনের অনুষ্ঠান পরিণত হলো মৃত্যুকূপে

গাজার একটি সমুদ্রতটবর্তী ক্যাফে — যেখানে সাংবাদিক, মিডিয়া কর্মী, অধিকারকর্মী ও শিক্ষার্থীরা নিয়মিত যেতেন ইন্টারনেট ব্যবহার, ফোন চার্জ এবং কাজ করার জন্য — সেটিই এবার ইসরায়েলি বাহিনীর এক প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু হলো।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ‘আল-বাকা ক্যাফে’তে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু এবং একাধিক সাংবাদিক রয়েছেন। আরও বহু মানুষ আহত হয়েছেন।  যেখানে একটি শিশুর জন্মদিন পালিত হচ্ছিল।

যুদ্ধের মধ্যেও যে হাতে গোনা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান চালু ছিল, এই ক্যাফেটি ছিল তাদের একটি। এটি ইন্টারনেট সংযোগ, পানীয়, পরিবার নিয়ে বসার ব্যবস্থা ও কাজের জায়গা হিসেবে জনপ্রিয় ছিল।

প্রত্যক্ষদর্শী আহমেদ আল-নায়রাব বার্তা সংস্থা এএফপিকে বলেন, "জায়গাটি সবসময় ভিড় থাকে, কারণ এখানে ইন্টারনেট, পানীয় আর পারিবারিক বসার ব্যবস্থা রয়েছে। হঠাৎ এমন এক বিশাল বিস্ফোরণ ঘটল, যা গোটা এলাকা কাঁপিয়ে দিল। আমি দেখেছি শরীরের নানা অংশ ছিটকে উড়ছে, শরীর ছেঁড়া ও পোড়া অবস্থায় পড়ে আছে... এটা এমন এক দৃশ্য ছিল যা শরীর শিউরে তোলে।"

নিহতদের মধ্যে ছিলেন ৩২ বছর বয়সী ফিলিস্তিনি ফটোসাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ইসমাইল আবু হাতাব। তিনি গাজার মানবিক বিপর্যয়ের চিত্র নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর জন্য পরিচিত ছিলেন। তার আলোচিত প্রদর্শনী Between the Sky and the Sea সম্প্রতি লস অ্যাঞ্জেলসে প্রদর্শিত হয়েছিল।

এর আগেও ২০২৩ সালের নভেম্বর মাসে ইসরায়েলি এক বিমান হামলায় আহত হয়েছিলেন ইসমাইল, যখন তিনি আল-ঘাফারি টাওয়ারে কাজ করছিলেন। সে সময় তিনি NDTV World-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছিলেন।

সানজানা

আরো পড়ুন  

×