
ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন আসন্ন এমন মন্তব্য করেছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি আরও সতর্ক করে বলেন, ইসরাইল যদি আরেকটি ভুল করে, তবে তাদের সব ঘাঁটি ও স্বার্থ আরও বড় হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (১ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, সোমবার (৩০ জুন) তেহরানে প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সাফাভি।
তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র (বড় শয়তান) ও ইসরাইল (ছোট শয়তান) তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।”
আয়াতুল্লাহ আলী খামেনির এই সামরিক উপদেষ্টা আরও বলেন, ইরানের ওপর আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ আরও ত্বরান্বিত করেছে।তার মতে,“নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত থামলেও শত্রুদের ঘাঁটি, স্বার্থ এবং বাহিনী সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা রয়েছে। যদি তারা আবার কোনো ভুল করে, ইরান এবার আরও জোরালো প্রতিক্রিয়া দেখাবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়াতে পারে, বিশেষত চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও ইরানের মধ্যে দুঃসাহসিক কথার লড়াই আরও নতুন রূপ নিচ্ছে।
মিমিয়া