ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির ’সম্ভাব্য সময়’ জানালেন ট্রাম্প

প্রকাশিত: ২১:৫৫, ১ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধবিরতির ’সম্ভাব্য সময়’ জানালেন ট্রাম্প

আগামী সপ্তাহের যেকোনো সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ওয়াশিংটন থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা আশা করছি এটি (যুদ্ধবিরতি) ঘটবে এবং আমরা চাই যেন আগামী সপ্তাহের যেকোনো সময়েই তা কার্যকর হয়।”

এর আগে, ট্রাম্প ইসরাইলকে গাজায় চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন। তবে বাস্তবতা হলো, এখনো ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে ধারাবাহিক হামলা।

প্রসঙ্গত, এই বক্তব্যের মাত্র একদিন আগেই ট্রাম্প প্রশাসন ইসরাইলের সঙ্গে ৫১ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আশ্বাস ও অস্ত্রচুক্তি দুটির মধ্যেই কূটনৈতিক কৌশল লুকিয়ে আছে, যেখানে যুদ্ধ থামানোর বার্তা থাকলেও ইসরায়েলের সামরিক শক্তিকে আরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মিমিয়া

আরো পড়ুন  

×