ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

১৬ দেশের জন্য ওয়ার্ক পারমিট নীতি শিথিল, তালিকায় নেই বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪২, ১ জুলাই ২০২৫

১৬ দেশের জন্য ওয়ার্ক পারমিট নীতি শিথিল, তালিকায় নেই বাংলাদেশ

ডেনমার্ক

ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে ডেনমার্ক সরকার। এই সুবিধা পাবে ১৬ দেশের নাগরিকরা।  এর ফলে এখন থেকে ‘পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের’ অধীনে যেকোনো ড্যানিশ কোম্পানি থেকে বার্ষিক তিন লাখ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় ৫৫ লাখ ৫০ হাজার টাকা) বেতনের চাকরির নিয়োগপত্র দিয়ে ওয়ার্ক পারমিটের মাধ্যমে ডেনমার্কে কাজের সুযোগ পাবেন বিদেশিরা।

এতো দিন বার্ষিক কমপক্ষে ৫ লাখ ১৪ হাজার ড্যানিশ ক্রোনা (ট্যাক্স বহির্ভূত) বেতনের চাকরির অফার ছাড়া ডেনমার্কে ওয়ার্ক পারমিটের জন্য আবেদনের সুযোগ ছিল না। সোমবার (৩০ জুন) ডেনমার্ক সরকারের কর্মসংস্থান মন্ত্রী এ্যানে হ্যালসবয় ইয়োনসেন এক সংবাদ সম্মেলনে নতুন এই নীতিমালা ঘোষণা দিয়ে বলেন, এটা ড্যানিশ শ্রম মডেলের জন্য একটি নতুন অধ্যায়।

তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ এশিয়ার দেশ চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের মতো দেশ থাকলেও নতুন এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

এই নীতিমালা পরিবর্তনের মাধ্যমে এবং নতুন পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের অধীনে ডেনমার্ক সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে এই ১৬টি দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষকে ডেনমার্কের লেবার মার্কেটে কাজে লাগাতে চায়।

এর আগে গত শুক্রবার এ বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার উদ্যোগ নেওয়া হয় এবং সোমবার সেটি চূড়ান্ত করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। এখন যেকোনো সময় ড্যানিশ সংসদে এই বিলটি পাশের মাধ্যমে সেটি কার্যকর করা হবে বলে জানিয়েছে সূত্রগুলো।

তাসমিম

আরো পড়ুন  

×