
ছবি: সংগৃহীত
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় নারী শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদর চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা বিএনপির নেতারা নারী নির্যাতন ও ধর্ষণের মতো বর্বর ঘটনার প্রতিবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওরম আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনু, যুবদল নেতা হাসান সাফা পিন্টু, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুফিকার, শ্রমিক দলের আহ্বায়ক ইকবাল হোসেন লিটন, ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, “এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে, এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের মধ্যে যেসব নাম সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে, তারা বিএনপি বা কোনো অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়। নেতারা অভিযোগ করেন, “তজুমদ্দিনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক আইডি ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।” এসব অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী নেত্রী ও সাধারণ জনগণ অংশ নেন।
আসিফ