ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৫০, ১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫৭, ১ জুলাই ২০২৫

আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন “অনেকে বলছে তিনি একে ৪৭-এর লাইসেন্স পেয়েছেন। এটা একে ৪৭ নয়, এটা তারই একটি হাতিয়ার। তার পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে তার ব্যাগে রয়ে গিয়েছিল। ”

তিনি আরও বলেন, “এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে— আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনও অবস্থাতেই এটা নিতেন না। ”

সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কেউ বৈধভাবে লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি। তিনি কীভাবে এটা পেলেন— সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এখনও আইনটা দেখিনি, তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। ”

তথ্যসূত্র: https://www.youtube.com/watch?v=lipSspOSM3Y

সায়মা ইসলাম

×