
ছবি: সংগৃহীত
স্বপন আমার দিগন্ত-চুম্বী,
তবু পায়ে লেগে থাকে কাঁটা।
ছায়া নেই মায়ের, হৃদয়ে তার স্মৃতি—
নীরব বেদনায় বাজে ব্যথার বাঁশি।
চারিদিকে জীবন ব্যস্ত পথিক,
আমি শুধু দাঁড়িয়ে থাকি,
অকুল অপেক্ষার মুখে
এক চিলতে আলো খুঁজি।
বাবা, তুমি তো ছায়া হবার কথা ছিল,
তবু কেন রৌদ্রে পুড়ে যায় সংসার আমার?
তবু কেন স্ত্রীর চোখে জল,
আর আমি, আমি নতমুখে চুপ।
সত্যের পথে জাগে কলম,
জীবনের বুকে সে রাখে দীপ্ত রেখা।
লিখি—না হেরো আমি, পথিক আমি,
ক্ষুদ্র নয়, ক্ষয় নয়, আমি স্বাধীন।
এই জীবনের প্রতি পদে পদে
আছে যন্ত্রণার সুর,
তবু তার মাঝে গেঁথে দিই
আলোর বাণী, প্রেমের পূর।
না-জানা কোন সুপ্রভাতে
আমার এই ছিন্ন-গাঁথা বর্ণ
হয়তো হয়ে উঠবে অমর—
এই বিশ্বাসেই বাঁচি, হাসি, রচি আপন ধরন।
লেখক: হাসিবুর রহমান স্বাধীন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, পটুয়াখালী, গলাচিপা
নোভা