
ছবি:সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা বেগম (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং দুই শিশু নিখোঁজ রয়েছে। নিহত শিশুর বাবার নাম মাঈনুদ্দীন। আজ মঙ্গলবার সকালে উপজেলার দত্তেরবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো—পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ (৭)। তারা সকলে গফরগাঁওয়ের বিরই নদীর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
মারিয়া