
ছবি: সংগৃহীত।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (১ জুলাই) বেলা আড়াইটার দিকে নগরকান্দা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
তবে কাজী আবুল কালামের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের উস্কানিতেই তার উপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছিলেন। আওয়ামী লীগের দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিএনপির নেতাকর্মীদের হামলা, মামলা দিয়ে নাজেহাল করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান কাজী আবুল কালাম উপজেলা চত্বরে গেলে সেখানে আগে থেকে থাকা কয়েকজন বিএনপি নেতা ও বিক্ষুব্ধ কিছু ব্যক্তি চেয়ারম্যানের উপর চড়াও হয়।একপর্যায়ে বিক্ষুব্ধরা কাজী আবুল কালামের জামার কলার ধরে টেনে হিঁচড়ে কিছু দূরে নিয়ে কিল, চড়-থাপ্পর মারতে থাকে। কয়েক মিনিট তার উপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি মোটর সাইকেলযোগে চলে যায়। এসময় বিক্ষুব্ধরা কাজী আবুল কালামকে ধাওয়া করে।
ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, আমি দুপুরের দিকে শিশু কার্ডের সংশোধিত তালিকা নিয়ে উপজেলায় গেলে আগে থেকে সেখানে থাকা ১৫/২০ জনের একটি দল আমার উপর হামলা চালায়। এসময় তারা আমাকে চড় থাপ্পর, কিল-ঘুষি, লাথি মারতে থাকে। আমি কোন রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে রক্ষা পাই। নইলে তারা আমাকে প্রাণে মেরে ফেলতো। বিষয়টি আমি ইউএনও ও থানার ওসিকে জানিয়েছি।
নগরকান্দা থানার সেকেন্ড অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে) আমিরুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কাজী আবুল কালামের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।
সায়মা ইসলাম