
ভাঙ্গুরা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু (৪৫)-কে গ্রেপ্তার করেছে।
৩০ জুন গভীর রাতে, উপজেলার পাটুলীপাড়া নিজ বাসভবন থেকে আনুমানিক রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অষ্টমনীষা ইউনিয়নের বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত রঞ্জুর বাড়ি ভাঙ্গুরা উপজেলার পাটুলীপাড়া গ্রামে। তিনি মৃত গোলাম মাওলার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রঞ্জু আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব মোঃ মকবুল হোসেনের শ্যালক। তার বড় ছেলে গোলাম রাসেল এলাকায় এমপি’র ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বেই চাঁদাবাজি, দখলবাজি, ও বিভিন্ন সালিস-দরবার করে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এমপি'র প্রভাবকে পুঁজি করে তারা এখন কোটি টাকার মালিক। জমিজমা ও রেলওয়ের জায়গা বেদখলেরও প্রমাণ রয়েছে বলেও স্থানীয়রা জানান।
এ বিষয়ে ভাঙ্গুরা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
মিমিয়া