ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কেন চ্যাটজিপিটিকে বিশ্বাস করা উচিত নয়, জানালেন এর সিইও নিজেই

প্রকাশিত: ১৪:৪২, ১ জুলাই ২০২৫

কেন চ্যাটজিপিটিকে বিশ্বাস করা উচিত নয়, জানালেন এর সিইও নিজেই

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রদূত প্রতিষ্ঠান ওপেনএআই–এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি ব্যবহারকারীদের চ্যাটজিপিটিতে অতিরিক্ত ভরসা না করার আহ্বান জানিয়েছেন।

প্রতিষ্ঠানের নিজস্ব পডকাস্টের প্রথম পর্বে অল্টম্যান বলেন, “মানুষ যখন চ্যাটজিপিটির ওপর খুব বেশি আস্থা রাখে, তা আমার কাছে বেশ অদ্ভুত লাগে। কারণ, এআই তো মাঝেমধ্যে ভুল করে, ‘বিভ্রান্ত’ করে। এ ধরণের প্রযুক্তিকে খুব বেশি বিশ্বাস করা উচিত নয়।”

তিনি আরও বলেন, ‘মানুষ চ্যাটজিপিটিকে অনেক বেশি বিশ্বাস করছে, অথচ এটি মাঝেমধ্যে ভুল তথ্য দেয়, এমনকি বিভ্রান্তিকর কনটেন্টও তৈরি করে থাকে। তাই এই প্রযুক্তিকে সীমিত আস্থার জায়গা থেকেই দেখা উচিত।’

পডকাস্টে স্যাম অল্টম্যান স্বীকার করেন, যদিও চ্যাটজিপিটি নতুন ফিচার যুক্ত করে ক্রমাগত উন্নত হচ্ছে, তবে এতে এখনো অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে, যা নিয়ে ‘খোলাখুলি ও সৎভাবে’ আলোচনা হওয়া দরকার।

নতুন ফিচার যেমন ‘পার্সিস্টেন্ট মেমোরি’ (স্থায়ী স্মৃতি) এবং বিজ্ঞাপনভিত্তিক মডেলের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তবে এসবের ফলে নতুন করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কাও তৈরি হচ্ছে বলে জানান তিনি।

কপিরাইট মামলায় চাপে ওপেনএআই

ওপেনএআই বর্তমানে বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে নিউইয়র্ক টাইমসের মতো প্রতিষ্ঠানগুলোর দায়ের করা কপিরাইট সংক্রান্ত মামলার মুখোমুখি। এই প্রেক্ষাপটে অল্টম্যান বলেন, ‘এই প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সততা বজায় রাখতে হবে। কারণ এটি এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়।’

এআই হার্ডওয়্যার নিয়ে অবস্থান বদল

চমকপ্রদভাবে, অল্টম্যান তার আগের এক বক্তব্য থেকে পিছিয়ে এসে এখন বলছেন, বর্তমান কম্পিউটারগুলো একটি ‘এআইবিহীন’ দুনিয়ার জন্য তৈরি, যা এখন আর যুগোপযোগী নয়।

তার ভাই জ্যাক অল্টম্যানের পডকাস্টে তিনি বলেন, ‘আমাদের বর্তমান কম্পিউটার, সফটওয়্যার ও হার্ডওয়্যার—সবকিছুই এমন একটি সময়ের জন্য তৈরি যা কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের কথা ভাবেনি। এখন আমাদের এমন যন্ত্র দরকার যা চারপাশ সম্পর্কে সচেতন এবং ব্যবহারকারীর জীবনের প্রেক্ষাপটে আরও বেশি মানানসই।’

তিনি ভবিষ্যৎ ডিভাইসগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, সেগুলো শুধু স্ক্রিন আর টাইপিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আরও ‘পরিপ্রেক্ষিত-বোঝার সক্ষমতা’ থাকবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

রাকিব

×