ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আইফোন ১৭ সিরিজ কি হবে ‘গেম চেঞ্জার’? জানুন দাম, ফিচার আর লঞ্চ টাইমলাইন

প্রকাশিত: ১৪:২৪, ১ জুলাই ২০২৫

আইফোন ১৭ সিরিজ কি হবে ‘গেম চেঞ্জার’? জানুন দাম, ফিচার আর লঞ্চ টাইমলাইন

অ্যাপলপ্রেমীদের জন্য বছরজুড়ে সবচেয়ে প্রতীক্ষিত সময় সেপ্টেম্বর। আর এবারও সেই অপেক্ষার প্রহর শুরু হয়ে গেছে। কারণ, আসছে আইফোন ১৭ সিরিজ! গুঞ্জন চলছে, এবারের আইফোন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বড় আপগ্রেড নিয়ে আসা মডেল।

বিশ্বখ্যাত প্রযুক্তি মাধ্যমগুলো বলছে, আইফোন ১৭ সিরিজে থাকবে চারটি ভ্যারিয়েন্ট আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, প্রো এবং প্রো ম্যাক্স। এর মধ্যে প্রো ও প্রো ম্যাক্স মডেল ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিরিজে থাকবে নতুন ফ্রেম ডিজাইন ও বড় ক্যামেরা বাম্প। এবার প্রো মডেলগুলোতে টাইটানিয়ামের পরিবর্তে থাকবে হালকা অ্যালুমিনিয়াম বডি। আর যুক্ত হচ্ছে একদম নতুন রঙ স্কাই ব্লু।

বিশ্বস্ত টেকব্লগ Apple Hub এবং MacRumors থেকে জানা গেছে, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সে থাকতে পারে এই চমকপ্রদ ফিচারগুলো:

  • অ্যালুমিনিয়াম ও গ্লাস বডি

  • বড় ও নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প

  • নতুন স্কাই ব্লু রঙ

  • প্রো ম্যাক্সে শক্তিশালী ব্যাটারি

  • নতুন প্রজন্মের A19 Pro চিপ

  • অ্যাপল-ডেভেলপড Wi-Fi 7

  • ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

  • ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স

  • সামনে-পেছনে একসঙ্গে ভিডিও রেকর্ডিং

  • ৮কে রেজুলেশনের ভিডিও রেকর্ড

  • ১২ জিবি র‍্যাম

  • উন্নত ভেপার-চেম্বার কুলিং সিস্টেম

গুঞ্জন অনুযায়ী, সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখের মধ্যে অ্যাপলের বাৎসরিক ইভেন্ট হতে পারে। সেই ইভেন্টের সপ্তাহেই শুরু হতে পারে প্রি-অর্ডার, আর বাজারে আসতে পারে পরের সপ্তাহে।

মার্কিন বাজারে আইফোন ১৭ প্রো ম্যাক্সের মূল্য শুরু হতে পারে ১,১৯৯ ডলার থেকে। তবে স্টোরেজ ও কনফিগারেশন ভেদে দাম বেড়ে ১,৭০০ থেকে ২,৩০০ ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ১৭ সিরিজে শুধু নতুন চিপ আর ক্যামেরা নয়, রঙ, র‍্যাম, ভিডিও ক্ষমতা সবকিছুতেই থাকছে যুগান্তকারী উন্নয়ন। তাই প্রযুক্তিপ্রেমীরা বলছেন, “এবারের আইফোন হতে যাচ্ছে গেম চেঞ্জার!

মিমিয়া

×