ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নেত্রকোনায় শিশুকে যৌন নিপীড়ন, মুদি দোকানী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৪:৪৩, ১ জুলাই ২০২৫

নেত্রকোনায় শিশুকে যৌন নিপীড়ন, মুদি দোকানী গ্রেফতার

ছবি:সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক শিশুকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে জাফর আলী (৫৬) নামের এক মুদি দোকানীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। 


খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 


জানা গেছে, সোমবার দুপুরে মেয়েটি জাফর আলীর দোকানে খাবার কিনতে যায়। এ সময় আর কোনো লোকজন না থাকায় জাফর আলী শিশুটিকে জড়িয়ে ধরে তাকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে জাফর আলী তাকে ছেড়ে দেয়। তখন শিশুটি উপস্থিত সবাইকে ঘটনাটি খুলে বলে। এ সময় শিশুর অভিভাবকরা জাফরের আত্মীয়-স্বজনের কাছে বিচার চাইলে তারা উল্টো বাজে ব্যবহার করেন। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশে এসে অভিযুক্ত জাফরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। 


খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মারিয়া

×