
তেলেঙ্গানার একটি ওষুধ কারখানা বিস্ফোরণে ধসে পড়ে
ভারতের তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। এদিকে চলমান উদ্ধার অভিযানে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকরা উড়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে দেখা গেছে, বিস্ফোরণের সময় বেশ কয়েকজন শ্রমিক চুল্লির কাছাকাছি ছিলেন। সাউথ ফার্স্টের মতে, এই চুল্লিতে নিযুক্ত অনেকেই ওড়িশা, উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্যের অভিবাসী শ্রমিক ছিলেন। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনারসিমা সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় প্রায় ৯০ জন কর্মচারী সেখানে কাজ করছিলেন। অন্য শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিস্ফোরণে শিল্প শেডটি সম্পূর্ণরূপে উড়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতায় কয়েক শ্রমিক বাতাসে উড়ে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে।
এদিকে ঘটনাস্থলে বক্তব্য রাখতে গিয়ে পাটানচেরু বিধায়ক মহিপাল রেড্ডি কোম্পানির বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল অবহেলার অভিযোগ করেন। তিনি বলেন, কোম্পানিটি কোনো সুরক্ষা সতর্কতা ছাড়াই কাজ করছে। অনেক মানুষ আহত হয়েছেন এবং মারা গেছেন। তিনি আরও অভিযোগ করেন যে কর্তৃপক্ষ প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে। সোমবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় অবস্থিত পশামিলারাম শিল্পাঞ্চলের ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে কারখানাটি পুরো ধসে পড়েছে। এ ছাড়া আগুন দ্রুত কারখানার এলাকার আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ে। অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়ে আছেন তা এখনো নিশ্চিত নয় বলে জানায় তেলেঙ্গানা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপণ পরিষেবা।