ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাজায় বেবি ফরমুলা সংকট, ঝুঁকিতে হাজারো শিশুর জীবন

প্রকাশিত: ২১:১৪, ১ জুলাই ২০২৫

গাজায় বেবি ফরমুলা সংকট, ঝুঁকিতে হাজারো শিশুর জীবন

সংগৃহীত

গাজার কাসেম অঞ্চলে দিনদিন ভয়াবহ চলছে শিশুদের ভোজ্য সংকট। ইসরায়েল কর্তৃক শিশুদের জন্য প্রয়োজনীয় বেবি ফরমুলা ও খাদ্য সামগ্রীর প্রবেশাধিকার বন্ধ রাখায় শত শত নবজাতক ও ছোট শিশু মৃত্যুর মুখে দাড়িয়েছে।

এই মানবিক সংকটের কারণে গাজার হাসপাতালে ভর্তি শিশুদের পুষ্টি সংকট গভীর হচ্ছে, পরিবারের বুক ধরা উদ্বেগে ছোট্ট প্রাণগুলো প্রতিদিনই দুর্বল হয়ে পড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশ এই অবস্থা দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, "শিশুদের জীবন বাঁচাতে এখনই খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। অনাহার ও পুষ্টিহীনতায় তাদের মৃত্যু মানবে না মানবতা।"

মানবাধিকার ও স্বাস্থ্যকর্মীরা গাজার অভ্যন্তরীণ এই সংকট তুলে ধরে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে তৎপর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গাজার শিশুর জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞদের মত।

গাজার অধিবাসীরা এখন আশায় দিন গুনছেন, যেন দ্রুত আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগে শিশু খাদ্য সরবরাহ শুরু হয় এবং গাজার শিশুদের এই প্রাণসংহার থামানো যায়।

হ্যাপী

আরো পড়ুন  

×