
ছবি: সংগৃহীত
রক্তে লেখা ইতিহাস, বালুর চরে লেখা,
কারবালাতে নামল হক-অসত্যকে রেখা।
নদীর জলে তৃষ্ণা, শিশুর চোখে জল,
সেই দিন আকাশ কাঁদে, কাঁপে ধরণি তল।
তলোয়ারের ঝনঝন, বাঁধে হক ও বাতিল,
ইমাম হোসাইনের হৃদয়-কুরআনেরই প্রতিল।
আলী আকবর ডাকে, “বাবা, বিদায় নাও",
"আলী আসগরের গলা-তীর চিরে দাও।"
জয়নবের বুক ফাটে, সাজিলেন নওহা,
শহীদেরা বলে যায়,“আমরা ইসলাম চাহা!”
নামাজের যে শিক্ষা, ত্যাগে পূর্ণ হয়,
হোসাইন সে নাম, যে সত্যে অটল রয়।
নয় রাজ্য, নয় মুকুট, নয় মোহের শাসন,
চেয়েছেন শুধু হক পথ, সত্যেরই ভাষণ।
কারবালা আজো বলে, "চুপ করো না ভাই",
"হক পথে যদি মরো, তবে মরণ নাই!"