
আমি আমার সেই দিনগুলি মনে করছি
অসীম উদাসীনতায় ডুবে থাকা দিনগুলি
আমি কেবলি ভাবতাম আমার ভবিষ্যৎ কি
কি করেছি অতীতে,কি করছি বর্তমানে
আমি মনে করছি আমার সেই শূন্য দৃষ্টির চোখগুলিকে
আমার পড়ার বইয়ের পাতাগুলো কেবলি উল্টে যেত বাতাসে
আমার কলমের কালি ঝরে মাটিতে
সে দাগ কেটে যায় জীবনের ভুলগুলোর
আমি মনে করছি ক্লান্ত সেই সময়ের
আমার সকল আশারা যখন শুকনো মাটির চৌচিরের ন্যায় ছিন্ন হয়েছিলো
আমার সকল স্বপ্নরা যখন পালিয়ে গিয়েছিলো ঘুমের অগোচরে
আমার ভালোবাসার মোহগুলো তখন নিস্তেজ সৌন্দর্যবিহীন পদ্মের নেয় তলিয়ে যাচ্ছিলো পানির তলে
আমার সেই দিনগুলিকে আমি মনে করছি
আমি মনে করছি এ বেলায় সেই অবেলার কথা
আমার মৃত্যুসম দিনগুলির কথা
আমিতো সাঁতরাচ্ছিলাম চোখের গভীর জলে
আমি খাবি খাচ্ছিলাম নিঃশ্বাসের অভাবে
আমি ভাবছিলাম এবার বুঝি এসেছে সময়
হিসেব চুকিয়ে দিতে হবে বাকির খাতায়
আমি শুধু একফোঁটা আলো খুঁজছিলাম
আমি দেখেছিলাম এক চিলতে রহমত আমার রূহের চারপাশে ঘোরে
আমি সেই নেয়ামত ছাড়তে নারাজ ছিলাম যেকোনো মূল্যে
খপ করে পায়রার পা ধরে নিলাম প্রাণপুরে
বেঁচে ফিরলাম নতুন আশায়
সাদা ঝর্ণার জলে পবিত্র হয়ে উঠলাম আবার এ পাপিষ্ঠের জগতে।
আমি বিলাপ করছি আমার হারিয়ে যাওয়া দিনগুলি নিয়ে
যা লেখার কথা না আমি লিখলাম তা নিয়ে
আমি বুঝেছি সেই শব্দহীন সময়টা কি ছিলো আমার জীবনে
আমি তা ভুলতে চাই না
থাকুক বেঁচে অমর স্মৃতিতে সেই একফোঁটা রহমতের উত্থানের।
লেখক: মোসাঃতানজিলা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইডেন মহিলা কলেজ, ঢাকা
রাজু