ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

প্রকাশিত: ১১:১৮, ৩ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন অঞ্চল বালি দ্বীপের উপকূলে ভয়াবহ নৌদুর্ঘটনায় অন্তত ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি সাগরে ডুবে গেছে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৩৮ জন নিখোঁজ রয়েছেন।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বুধবার) দিন শেষে ফেরিটি পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে রওনা দিয়ে বালির গিলিমানুক বন্দরের পথে যাচ্ছিল। ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’।

ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ছিলেন ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু। সঙ্গে ছিল ২২টি যানবাহন, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (BASARNAS) জানিয়েছে, কেতাপাং বন্দর ছাড়ার মাত্র আধঘণ্টার মধ্যে ফেরিটি ৫০ কিলোমিটার দূরে বালির সীমানার কাছে সাগরে ডুবে যায়।

পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, “ঘণ্টার পর ঘণ্টা উত্তাল সাগরে ভেসে থাকার কারণে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।”

রাতভর উদ্ধার অভিযানে ৯টি নৌকা অংশ নেয়। কিন্তু সাড়ে ছয় ফুট উচ্চতার ঢেউ ও ঘন অন্ধকার উদ্ধার তৎপরতায় চরম বাধা হয়ে দাঁড়ায়।

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা নতুন নয়। দ্বীপসমৃদ্ধ এই দেশটিতে প্রায়ই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে এসব দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে থাকে।

উদ্ধারকাজ এখনো চলছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছে উদ্ধারকারী দল। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মিমিয়া

×