ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জনকন্ঠে সংবাদ প্রকাশের পর সড়ক পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫:৪৪, ৩ জুলাই ২০২৫

জনকন্ঠে সংবাদ প্রকাশের পর সড়ক পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী

কুড়িগ্রামের 'ভূরুঙ্গামারীতে রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে' শিরোনামে গত ১জুন ২০২৫ দৈনিক জনকন্ঠে সংবাদ প্রকাশের পর ওই সড়ক পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী।মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিন  পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অফিসের সার্ভেয়ার শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি এফ কে আশিক।

উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম ভূসিরভিটা এলাকার মিশন মোড় থেকে দলবাড়ি বিল পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় । এতে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীসহ স্থানীয়দের। 

স্থানীয় তোফাজ্জল হোসেন ও আব্দুল গফুর জানান, মইদাম ভূসিরভিটা হয়ে দলবাড়ি বিলে যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে তিন ইউনিয়নের হাজারও কৃষক তাদের ফসল আনা-নেয়া করেন। শুকনো মৌসুমে রাস্তাটি কোনো রকম ঠিক থাকলেও বর্ষায় এর করুণ অবস্থা তৈরী হয়। এটি পাকা করা হলে তিন ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হবে।

এলাকাবাসী দাবী, তিন ইউনিয়নের মানুষের কৃষি কাজের সুবিধা, ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও এলকাবাসীর চলাচলের সুবিধার জন্য রাস্তাটি পাকা করা অত্যন্ত জরুরী। রাস্তাটি পাকা হলে আমরা দীর্ঘ দিনের দূর্ভোগ থেকে মুক্তি পাবো। 

 

 

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর জনকন্ঠকে বলেন, এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নাই। দূরবর্তী হওয়ায় তিনটি ইউনিয়নের মানুষ তাদের ফসলি জমির কৃষিপণ্য এই রাস্তায় ট্রলি, ঘোড়ার গাড়ি, ভ্যান ও অটোতে করে আনা-নেয়া করেন। রাস্তাটি সিসিকরন বা হিয়ারিং করা হয় অথবা পাকা করতে পারলে ওই এলাকার মানুষের জন্য সুবিধা হবে। তিনি উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটির ব্যাপারে দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবি জানান।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, পাথরডুবি ইউনিয়নের মইদাম (ভূসিরভিটা) সড়কটিতে নিয়ে দৈনিক জনকন্ঠে "ভূরুঙ্গামারীতে রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে" শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর আজ রাস্তাটি পরিদর্শনে এসেছি। রাস্তাটি এলজিইডির আওতাভূক্ত না হওয়ায় এই মুহুর্তে কিছু করতে পারছি না তবে রাস্তাটি আইডি ভূক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এ সময় তিনি জনদুর্ভোগের সংবাদ প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক সহ জনকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানান।

ছামিয়া

×