
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯তম সম্মেলন আগামী ১৯ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে। “দ্রোহে ছিনিয়ে নবপ্রভাত, মাতৃভূমি রাখিবো নিরাপদ” প্রতিপাদ্য নিয়ে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে শুরু হবে এই সম্মেলন।
শুক্রবার (২৭ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন আয়োজনের লক্ষ্যে ৩৭ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের ৯ম সভায় সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ওবাইদুর রহমান আনাস এবং আহ্বায়ক হিসেবে সাদিয়া মাহমুদ মীম। সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে গঠিত হয়েছে বিভিন্ন উপ-পরিষদও।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল এবং ইবি’র ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেবেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বশির আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নূর আলম।
সম্মেলন নিয়ে মাহমুদুল হাসান বলেন, “এটি শুধু একটি সম্মেলন নয়, বরং আমাদের সংগঠনের ইতিহাসে এক নতুন মাইলফলক। বর্তমান সময়ে আমাদের মাতৃভূমির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সেই প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক। তরুণরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ, আর ছাত্র সমাজের ভূমিকাই হবে সেই পথচলার ভিত্তি।”
আঁখি