ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মধুর ক্লান্তি 

এস এম নাহিদ হাসান

প্রকাশিত: ০৮:১২, ২ জুলাই ২০২৫

মধুর ক্লান্তি 

ছবি: জনকণ্ঠ

আজি বিজন রাতে জেগে রই বধু,
‎ঘুম আসে না দুচোখে;
‎শরীর জাগিছে ক্লান্ত ছায়ায়,
‎মন আবেশ ভরা সুখে।

‎স্মৃতি হয় মধুর আবার
‎গরলে ভরা জানি;
‎সে আমি জানি বধুয়া,
‎জানি বধুয়া মানি। 
‎ 
‎হারায়ে তোমারে দুখ ভরা বুকে
‎তবু,
‎মন আবেশ ভরা পাওয়ার সুখে;
‎তুমি-হীনা তুমি অনেক পাওয়া,
‎আমার এই কি বলো কম,
‎শরীর জাগিছে শরীরের লাগি
‎মনে তুমি প্রিয়তম। 


লেখকঃ এস, এম, নাহিদ হাসান, ফরিদপুর, পাবনা 

সাব্বির

×