ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা? পাঁচ পাউন্ডের যে যন্ত্র রাখার নির্দেশ ব্রিটিশ সরকারের

প্রকাশিত: ১৯:০৩, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০৩, ২ জুলাই ২০২৫

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা? পাঁচ পাউন্ডের যে যন্ত্র রাখার নির্দেশ ব্রিটিশ সরকারের

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে যখন যুদ্ধ ও দুর্যোগের শঙ্কা বাড়ছে, তখনই যুক্তরাজ্য সরকার নাগরিকদের উদ্দেশে জারি করেছে একটি চমকপ্রদ সতর্কবার্তা। ব্রিটিশ সরকার বলছে, এখন থেকে প্রতিটি ঘরে থাকা উচিত একটি বিশেষ যন্ত্র—যার মূল্য মাত্র পাঁচ পাউন্ড।

এই যন্ত্রটি হলো একটি হ্যান্ডেল ঘুরিয়ে চালানো যায় অথবা ব্যাটারিচালিত রেডিও। জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ বা মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলে সরকার নির্দেশনা দেবে এই রেডিওর মাধ্যমেই।

সরকারি ওয়েবসাইট UK Prepare-এ বলা হয়েছে, বিশ্ব এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে—যেখানে যেকোনো মুহূর্তে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, সাইবার হামলা, মহামারি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এসব মাথায় রেখেই নাগরিকদের আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

রেডিও ছাড়াও ঘরে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম—যেমন:

  • হ্যান্ড অপারেটেড টর্চ বা টর্চলাইট

  • শক্তিশালী পাওয়ার ব্যাংক

  • অতিরিক্ত ব্যাটারি

  • বোতলজাত পানি ও টিনজাত শুকনো খাবার

  • শিশুদের প্রয়োজনীয় সরঞ্জাম

  • এবং একটি 'গ্র্যাব ব্যাগ' যাতে জরুরি কাগজপত্র, ওষুধ ও আলো থাকে

যুক্তরাজ্য সরকারের মতে, শুধু সামরিক শক্তিই নয়—সচেতন ও প্রস্তুত নাগরিকই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

বিশেষজ্ঞরাও বলছেন, এই সতর্কতা বাড়াবাড়ি নয়—বরং বাস্তবতার প্রতিফলন। আগাম প্রস্তুতি থাকলে আতঙ্ক কমে, এবং সংকটকালে জীবন বাঁচানো সম্ভব হয়।

নুসরাত

×