
জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তি আদৌ সম্পন্ন হবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
মঙ্গলবার ফ্লোরিডা সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমরা জাপানের সঙ্গে আলোচনা করেছি। আমি নিশ্চিত না, আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারব কি না। আমার সন্দেহ হচ্ছে, জাপানের সঙ্গে সেটা হবে না।"ট্রাম্প আরও বলেন, "তারা খুব কঠিন পক্ষ।"
তিনি অভিযোগ করেন, জাপান ‘হতাশাজনকভাবে’ চাল চাইলেও তা আমদানিতে অনিচুক। তার ভাষায়, "তারা চাল নিতে চায় না, এমনকি আমাদের অন্যান্য পণ্যও নিতে চায় না।"
বাণিজ্য চুক্তি করতে দেশগুলোর জন্য নির্ধারিত ৯ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, "না, আমি বিরতি ভাবছি না। আমি অনেক দেশের কাছে চিঠি লিখব।"
ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল প্রসঙ্গে ট্রাম্প কঠোর মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, পাওয়েলের নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। ট্রাম্প বলেন, "যদি আমাদের সুদের হার তিন পয়েন্ট কম হতো, তাহলে সেটি প্রায় এক ট্রিলিয়ন ডলারের খরচ হ্রাস করত।" তিনি ফেড চেয়ারম্যানকে ‘মূর্খ’ বলে অভিহিত করেন।
এছাড়া পাওয়েলের বিকল্প হিসেবে তিনি ‘দুই বা তিন জন শীর্ষস্থানীয় প্রার্থীর’ কথা ভাবছেন বলেও ইঙ্গিত দেন।
উল্লেখ্য, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন সুদের হার কমানোর দিকে যাচ্ছে, তখন ট্রাম্পও ফেডারেল রিজার্ভের প্রতি একই আহ্বান জানিয়ে আসছেন। তিনি সতর্ক করেন, সুদের হার কমাতে দেরি হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি থমকে যেতে পারে।
জাপানের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র:https://tinyurl.com/3fh2an93
আফরোজা