
ছবিঃ সংগৃহীত
অবশেষে আব্দুস সামাদের মরদেহ বুধবার দুপুরে দেশে এসেছে। দালালের খপ্পরে পড়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলসীদ গ্রামের আব্দুস সামাদ সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়ে গত ২৪ মে মৃত্যুবরন করে।
সামাদের পরিবারের অভিযোগ, দালাল কবির আহমদ অনিকের মাধ্যমে সৌদি আরব যান সামাদ। সেখানে নিয়ে দীর্ঘ ৮ মাস অমানবিক নির্যাতনের শিকার হয়ে ২৪ মে তার মৃত্যু হয়।
তারা জানান মৃত্যুর পর বিষয়টি গোপন রাখে দালাল অনিক। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দালাল অনিকের উপর চাপ সৃষ্টি করেন। একস পর্যায়ে অনিক পিতা অহিদুর রহমান ও তার পরিবার গভীর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।আব্দুস সামাদের পিতা,
ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ‘দালাল অনিক আমার ছেলেকে সৌদি আরবে নিয়ে কাজ দিতে পারেনি, সারাদিনে এক বেলা খাবার দিতো। মৃত্যুর আগে সামাদ কল দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলে। সে জানায় তাকে অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে।’
একজন প্রবাসী জানান, সে দীর্ঘদিন কাজ না পেয়ে অভুক্ত ছিল।
সামাদের মরদেহ ফেরত পাঠানোর জন্য চাপ দেয়া হলে দালাল অনিকের পক্ষ তার বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবেনা মর্মে মুচলেকা দেয়ার কথা বলে। পরে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত মরদেহ ফেরতের দাবি জানায়।
সামাদের মরদেহ বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তার আত্মীয় স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেনন। বৃহস্পতিবার সকাল ১১টায় আমলশিদ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আলীম