
ছবি: সংগৃহীত
পাঁচ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এক বখাটে যুবক। এসময় শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে ফোরকানুল ইসলাম রিহান কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুর মায়ের দায়ের করা মামলার একমাত্র আসামি ওই বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২ জুলাই) দুপুরে হিজলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর থেকেই নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করে অভিযুক্ত বখাটে। পরবর্তীতে উন্নত প্রযুক্তির মাধ্যমে মামলার একমাত্র আসামি ফোরকানুল ইসলাম রিহানকে (২২) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে ১ জুলাই বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে জানা গেছে, গত ১৯ জুন বিকেলে খাবারের প্রলোভন দেখিয়ে একইবাড়ির ওই শিশুটিকে ডেকে একটি টয়লেটের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সৈয়দ অপু সরোয়ারের বখাটে ছেলে ফোরকানুল ইসলাম রিহান।
আবির