ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

‎নতুন স্বাধীনতা

মোঃ আকাশ রহমান সাব্বির, ফরিদপুর, পাবনা

প্রকাশিত: ১৯:৪৩, ৪ জুলাই ২০২৫

‎নতুন স্বাধীনতা

‎রক্ত গড়া দেশ আমার
‎নাম বাংলাদেশ,
‎সহস্রটা বাধার মুখেও 
‎হয়নি তাহার শেষ। 

‎স্বাধীন হলাম একাত্তরে 
‎আবার হলাম চব্বিশে, 
‎শোধন-বিচার শেষে আবার 
‎গণতন্ত্র পাবো ছাব্বিশে।

‎রক্ত দিয়ে কেনা ও ভাই
‎এই আমাদের স্বাধীনতা, 
‎শোষণ করতে পারবে না কেউ
‎নিয়ে আমাদের সরলতা।

‎আবু সাইদ আর মুগ্ধদের 
‎আমরা কখনো ভুলবো না, 
‎কখনো কোন শক্তির কাছে 
‎মাথা নত ভাই করবো না।

‎প্রভুর কাছে শুধু আমি 
‎এই মিনতি করি, 
‎পারি যেন চলতে সবে 
‎সবার হাতটা ধরি।

 

লেখক-  ‎মোঃ আকাশ রহমান সাব্বির, ‎দশম শ্রেণী, বনওয়ারীনগর সরকারি সি বি পাইলট উচ্চ বিদ্যালয়

 

Jahan

×