
রক্ত গড়া দেশ আমার
নাম বাংলাদেশ,
সহস্রটা বাধার মুখেও
হয়নি তাহার শেষ।
স্বাধীন হলাম একাত্তরে
আবার হলাম চব্বিশে,
শোধন-বিচার শেষে আবার
গণতন্ত্র পাবো ছাব্বিশে।
রক্ত দিয়ে কেনা ও ভাই
এই আমাদের স্বাধীনতা,
শোষণ করতে পারবে না কেউ
নিয়ে আমাদের সরলতা।
আবু সাইদ আর মুগ্ধদের
আমরা কখনো ভুলবো না,
কখনো কোন শক্তির কাছে
মাথা নত ভাই করবো না।
প্রভুর কাছে শুধু আমি
এই মিনতি করি,
পারি যেন চলতে সবে
সবার হাতটা ধরি।
লেখক- মোঃ আকাশ রহমান সাব্বির, দশম শ্রেণী, বনওয়ারীনগর সরকারি সি বি পাইলট উচ্চ বিদ্যালয়
Jahan