
পবিত্র আশুরা ও কারবালার শোকাবহ ঘটনার স্মরণে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের শিবপুর মধ্যপাড়ায় মরহুম জহির উদ্দিন ফকিরের বাড়িতে এক ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হয়।
রবিবার, ০৬ জুলাই ২০২৫ (১০ মহররম ১৪৪৭ হিজরি) তারিখে অনুষ্ঠিত এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ও নরসিংদী জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় তিনি বলেন, "যারা ভেবেছিল ইসলামকে ধ্বংস করে ফেলবে, তারা কিন্তু তা পারেনি। বরং দিন দিন ইসলামের প্রচার ও পরিধি বেড়েই চলেছে। ইসলাম একটি মহান ছাতা, যার আলোয় আমরা পথ চলছি বলেই ভালো থাকতে পারছি।"
অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। শিল্পীদের পরিবেশনায় কারবালার হৃদয়বিদারক ঘটনা স্মরণে জারিগান পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাতুর পরিবেশ। স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।
সানজানা