
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “যেসব শহীদদের কারণে আমরা আজ স্বৈরাচারমুক্ত হয়েছি, তাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন।”
শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করে যাচ্ছি। এই দীর্ঘ আন্দোলনের সফলতা হলো, তারেক রহমানের এক দফার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে।”
শহীদ ও আহতদের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন—তাদের পাশে তারেক রহমান সবসময় আছেন, ভবিষ্যতেও থাকবেন।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জনগণ একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।”
Mily