ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বাউফলে নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে ড. মাসুদের যোগদান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩৬, ৫ জুলাই ২০২৫

বাউফলে নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে ড. মাসুদের যোগদান

ছবি: সংগৃহীত

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকা বাউফলে দ্বিতীয় দিনের মতো পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন।

আজ শনিবার (৫ জুলাই) ড. মাসুদ কনকদিয়া ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন, একই ইউনিয়নের চুনারপোল বাজার সংলগ্ন মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি কনকদিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির প্রশিক্ষণে যোগ দেন।

এর আগে ড. শফিকুল ইসলাম মাসুদ বগা ইউনিয়ন ছাত্র শিবিরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। একই দিন বিকালে তিনি কাছিপাড়া ইউনিয়নের কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।

এসব কর্মসূচিতে তার সাথে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান বাচ্চু/রাকিব

×