
ছবি: জনকণ্ঠ
নরসিংদীর বেলাবতে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের তালুকদার বাড়ি ও কালুর বাড়ির লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, বেলাব থানার (ওসি) মীর মাহবুবুর রহমান ও সেনাবাহিনীর সদস্য। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিল।পরবর্তীতে কালু বাড়ির উজ্জল মিয়া ও তোতা মিয়ার নিকট ব্যবসা বিক্রি করে দেয়। অভিযোগ রয়েছে তোতা মিয়া ও উজ্জর মিয়া ইন্টারনেট মালিকানা পেয়ে প্রত্যেক গ্রাহকের নিকট ১ হাজার টাকা করে সার্ভিস চার্জ দাবি করেন। এতে তালুকদার বাড়ির লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে তালুকদার বাড়ির আক্রাম ও আরেফিন যৌথ মালিকানায় নতুন ইন্টারনেট সংযোগ স্থাপন করেন। এর জের ধরে গত ২৬ জুন আকরামের উপর হামলার অভিযোগ তোতা ও উজ্জল মিয়ার উপর। এ বিষয়ে আকরামের মা শরিফা বেগম বাদি হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেন। উক্ত ঘটনার জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় দু'পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় প্রায় ২০ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ রযেছে। কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা একপক্ষ অপর পক্ষকে দায়ী করেন।
তালুকদার বাড়ির আরজু ও কালাম মিয়া জানান,কালু বাড়ির লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং ককটেল নিক্ষেপ করেন। এতে আমাদের পক্ষের ১৫-২০ জন আহত হয়।
অভিযোগ অস্বীকার করে কালুর বাড়ির তোতা মিয়া বলেন, ইন্টারনেট ব্যবসা করতে গেলে তালুকদার বাড়ির লোকজন আমার নিকট চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার প্রায় ৭ লক্ষ টাকা ইন্টারনেটের সরঞ্জামাদি লুট করে। গতকাল আমি লাইন মেরামত করতে গেলে আমার উপর হামলা চালায় এবং আমাদের উপর ককটেল নিক্ষেপ করেন।
এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।
শহীদ