
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এখন ভালো আছে। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরিপ্রেক্ষিতে আশা করা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে নির্বাচন হতে পারে। নির্বাচন আয়োজনের মতো পরিবেশ দেশে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি বলেন, “সব দলই নির্বাচন চায়। বাংলাদেশের মানুষও নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন যত দ্রুত, কিংবা যত দ্রুত ক্ষমতা হস্তান্তর হবে—দেশের জন্য তা ততই মঙ্গলজনক।”
তিনি আরও বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ভালোভাবেই চালাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতিও ভালো আছে। তিনি (ইউনূস) কবে নাগাদ নির্বাচন কমিশনকে (সিইসি) তারিখ ঘোষণার অনুমতি দেবেন, সেটাই এখন দেখার বিষয়। বিএনপি আশা করছে, খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”
শনিবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সরকারি ধনবাড়ী কলেজ হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন ফকির আরও বলেন, “দলে যেন কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলকে সুসংগঠিত রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে থেকে জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানানো হচ্ছে।”
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।
সভায় আরোও বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এসএমএ ছোবাহান, উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য ধোপাখালী ইউপি'র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মসহব্বত ও উপজেলা যুব দলের আহবায়ক ফেরদৌস ফকির রতন ও সদস্য সচিব আলী আল শাফি রিমুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ধনবাড়ী উপজেলা ও পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুসরাত