
বিএনপির পক্ষ থেকে মাত্র একশ টাকায় ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি তেল দেওয়া হবে সাধারণ মানুষকে— এমন প্রতারণার দায়ে ইয়াকুব মুন্সী (৩৮) নামক এক প্রতারককে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটক ব্যক্তি শিবালয়ের পয়লা গ্রামের কামাল মুন্সীর ছেলে।
ভোটের আগে দলের সুনাম ক্ষুণ্ন করতে একটি চক্র পরিকল্পিতভাবে এমন অপকর্ম চালাচ্ছে। এতে সকলের সজাগ দৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
জানাযায়, শুক্রবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের সাধারণ মানুষের মাঝে একশ টাকা হারে ‘বিজিবি’ নামক কার্ড বিক্রি করে ৪/৫ জনের একটি চক্র। কার্ডে লেখা আছে: “বিজিবি কার্ড। সাধারণ জনগণের জন্য সহযোগিতা। বিএনপির পক্ষ থেকে এ কার্ড প্রদান করা হলো।”
এর মধ্যে পাবেন ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি তেল।
কার্ডের অপর পাশে লেখা রয়েছে: “যারা এই কার্ডটি সংগ্রহ করবেন, তাদের ভোটার আইডি কার্ড এবং ১ কপি ছবি অবশ্যই থাকতে হবে। যারা কমিটির সদস্য আছেন, তারাই এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন।”
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, বিজিবি নামক কার্ডের গায়ের লেখা ও ছাপা দেখে স্থানীয়রা প্রতারক সন্দেহে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তার কাছ থেকে ৯৮টি কার্ড উদ্ধার করা হয়েছে, যার ১৫টিতে সাধারণ মানুষের ছবিসহ এনআইডি’র ফটোকপি লাগানো রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যমতে, এ কাজে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আটককৃতসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা রুজু হয়েছে। আজ শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে জনসমক্ষে হেয় করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। বিএনপির নাম ভাঙিয়ে কার্ড বিতরণ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। এ কাজে জড়িত এক প্রতারককে জনতা আটক করে পুলিশের হাতে দেয়। আমরা আইনানুগ ব্যবস্থাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সানজানা