ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দোহারে বিএনপি নেতা হারুন হত্যার ৭২ ঘণ্টা পর মামলা, গ্রেফতার ১

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৮:২৭, ৫ জুলাই ২০২৫

দোহারে বিএনপি নেতা হারুন হত্যার ৭২ ঘণ্টা পর মামলা, গ্রেফতার ১

ছবিঃ প্রতীকী

ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাস্টার) হত্যার ৭২ ঘণ্টা পর দোহার থানায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় কোন্দলকে স্পষ্ট উল্লেখ করে প্রতিপক্ষ নেতাদের আসামি করা হয়েছে।

মামলার পর শনিবার দুপুরে মো. ফারুক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ধোয়াইর এলাকার আব্দুল জলিলের ছেলে। সে মামলার এজাহারনামীয় আসামি।

দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুন্নবী গ্রেফতাররের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় কোন্দল ও স্থানীয় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সঙ্গে চরম বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ওই গ্রুপটি পরিকল্পিতভাবে হারুন মাস্টারকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর তারা লাশ ধোয়াইর জাবেদ আলীর মোড়ে পদ্মা নদীর পারে ফেলে রাখে।

কিছু দিন পূর্বে সামসুদ্দিন গ্রুপের সঙ্গে হারুন মাস্টারের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনার জের ধরেই তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন বাদী।

মামলার এজাহারে সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামি করে ৭ জনকে এজাহারনামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে।

মামলার বাদী আব্দুল মান্নান বলেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। তিনি প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমকে একাধিকবার তাঁর মুঠোফোনে (হোয়াটসঅ্যাপে) চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইমরান

×