ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

গাড়ির ভেতর শিশুকে রেখে কাজে গেলেন মা, ফিরে এসে যা দেখলেন

প্রকাশিত: ১৪:০৪, ৫ জুলাই ২০২৫

গাড়ির ভেতর শিশুকে রেখে কাজে গেলেন মা, ফিরে এসে যা দেখলেন

গাড়ির ভেতর শিশুকে রেখে কাজে গেলেন মা

 এক ৯ বছর বয়সী কন্যাশিশুর করুণ মৃত্যু ঘটেছে। শিশুটির মা তাকে গাড়ির ভেতর বন্দি রেখে আট ঘণ্টার শিফটে কাজ করতে গিয়েছিলেন। কাজ থেকে ফিরে তিনি তার মেয়ে অচেতন অবস্থায় খুঁজে পান। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটনাটি ঘটেছে।

টেক্সাসের হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ এ তথ্য জানিয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৩৬ বছর বয়সী ওই নারী গ্যালিনা পার্ক এলাকায় একটি কারখানায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করার সময় ৯ বছরের ছোট মেয়েকে একটি সাদা টয়োটা ক্যামরি গাড়ির ভেতরে রেখে চলে যান।

যাওয়ার আগে ওই নারী শিশুটিকে অল্প পানি দিয়ে যান এবং গাড়ির জানালাগুলো কিছুটা নামিয়ে রেখে যান বলে পুলিশ জানিয়েছে।

পরে তিনি কাজ শেষে ফিরে এসে মেয়েকে অচেতন অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ও জরুরি সেবা সহায়তায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তাসমিম

×