
ছবি: জনকণ্ঠ
মিথ্যা দিয়ে সত্যরাজনীতি টিকিয়ে রাখা যায়না এবং হাবিব ভাইয়ের সাথে যারা আছে তারা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সৈনিক লীগের সদস্য বলে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
শুক্রবার রাতে সলিমপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে কোলের কান্দি শেখের দাঁইড়ে কর্মী সভার আয়োজন করা হয়।ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সলিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য দেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা।¡ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিদন মন্ডল, বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলাল, তুফান সরদার বক্তব্য দেন। বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সফিকুল ইসলামের পরিচালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
শিহাব